বুয়েনস আয়ার্সের এস্তাদিও মোনুমেন্টালে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনিজুয়েলাকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোল এবং লাউতারো মার্টিনেজের একটি গোলের সৌজন্যে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করেছে।ম্যাচের ৩৯ মিনিটে জুলিয়ান আলভারেজের পাস থেকে প্রথম গোল করেন মেসি। বিরতির পর ৭৬ মিনিটে নিকো গনজালেসের ক্রসে হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো। এরপর ৮০ মিনিটে থিয়াগো আলামদার অ্যাসিস্টে দ্বিতীয় গোল করে দলকে নিশ্চিত জয় এনে দেন মেসি। শেষ দিকে মেসির আরও একটি চিপ করা গোল অফসাইডের কারণে বাতিল হয়।এই ম্যাচকে ঘিরে বিশেষ আবেগ তৈরি হয়েছিল কারণ এটি ছিল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচ। ম্যাচ শেষে তিনি বলেন, “এটা সবসময় স্বপ্নের মতো ছিল। ভবিষ্যতে বিশ্বকাপে খেলতে পারব কি না, তা নির্ভর করবে শরীরের অবস্থা ও ফিটনেসের ওপর।”জয়ের ফলে আর্জেন্টিনা ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে এবং ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

অন্যদিকে, ৭ম স্থানে থাকা ভেনিজুয়েলা ইন্টার-কনফেডারেশন প্লে-অফের আশা বাঁচাতে শেষ ম্যাচে ভাল ফলাফলের ওপর নির্ভরশীল।এদিন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মস্তান্তুয়োনোও আর্জেন্টিনার হয়ে সিনিয়র দলে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেন এবং নজর কাড়েন তাঁর পাসিং দক্ষতায়।বিশ্বকাপ বাছাইপর্বে ইতোমধ্যেই আর্জেন্টিনার পাশাপাশি উরুগুয়ে, কলম্বিয়া, ব্রাজিল ও ইকুয়েডরও নিশ্চিত করেছে ২০২৬ আসরে অংশগ্রহণ


