তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড (USS Fitzgerald)। আগমন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।
বুধবার (৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ইউএসএস ফিৎসজেরাল্ডের অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বিএন ফ্লিটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক কার্যক্রম ও সামরিক সক্ষমতা পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন।
এ ধরনের শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে ভবিষ্যৎ প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সফরকালে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।
তিন দিনের এ সফর শেষে ইউএসএস ফিৎসজেরাল্ড আগামী শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।


