রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। দগ্ধ আরও অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালবাড়ির একটি পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের কেমিক্যাল গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল সোয়া ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনাস্থল ও আশপাশের সড়কে চলছে স্বজনদের কান্না, আহাজারি আর নিখোঁজদের খোঁজে ছোটাছুটি। কেউ হাসপাতাল ছুটছেন, কেউবা ভেঙে পড়েছেন কান্নায়।
১৪ বছর বয়সী মাহিরাকে খুঁজে ফিরছেন তার মামা মো. শফিকুল ইসলাম। জাগো নিউজকে তিনি বলেন, “আমার ভাগনি মাহিরা পোশাক কারখানার তিন তলায় কাজ করত। আগুন লাগার পর থেকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ফায়ার সার্ভিস বলেছে, ধৈর্য ধরতে।”

নিখোঁজ নারগিস আক্তারের বোন লাইজু বেগম বলেন, “আমার বোন সকাল পৌনে ৮টায় কাজে আসে। বেলা সাড়ে ১১টার দিকে আগুনের খবর পাই। পরে জানতে পারি কেউ বের হতে পারেনি। এখনো কোনো খোঁজ পাইনি।”
ফায়ার সার্ভিস জানায়, বেলা ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৬ মিনিটে। শুরুতে ৫টি ইউনিট কাজ শুরু করে, পরে আরও ৭টি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, “গোডাউনে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে, পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের কেমিক্যাল গোডাউনে। অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং স্থানীয় স্বেচ্ছাসেবক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সহায়তা করছে।
ঘটনাস্থলজুড়ে নিখোঁজদের খোঁজে শোকস্তব্ধ পরিবেশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মিরপুরের শিয়ালবাড়ি এলাকা। অনেকেই নিখোঁজ স্বজনের ছবি হাতে নিয়ে খুঁজছেন— “কোথায় তারা?”


