চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শেষ হয়েছিল গত ১৯ আগস্ট। দীর্ঘ অপেক্ষার পর আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফলাফল প্রকাশ করা হবে।
গত সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
রেজাল্ট দেখতে ক্লিক করুনঃ- এখানে
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে সকাল ১০টায় প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে।
ফলাফল জানার উপায়
অনলাইনে: সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।
এছাড়াও অনলাইনে দেখতে ক্লিক করুন (রেজাল্ট দেখুন)
২️ শিক্ষা প্রতিষ্ঠান থেকে:
শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বোর্ডভিত্তিক রেজাল্ট শিট সংগ্রহ করতে পারবেন।
৩️ মোবাইল এসএমএসে:
নির্ধারিত শর্ট কোড ১৬২২২–এ এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে।
HSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] [পরীক্ষার বছর]
উদাহরণ: HSC DHA 123456 2025এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা: ঢাকা: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহী: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লা: ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোর: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রাম: ১ লাখ ৩৫ হাজার জন, বরিশাল: ৬১ হাজার ২৫ জন, সিলেট: ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুর: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন, ময়মনসিংহ: ৭৮ হাজার ২৭৩ জন, মাদরাসা (আলিম): ৮৬ হাজার ১০২ জন, কারিগরি বোর্ড: ১ লাখ ৯ হাজার ৬১১ জন।
উল্লেখ্য, ফল প্রকাশের পর পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।


