হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানীর বিভিন্ন ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, “আগুনের উৎস শনাক্তে কাজ চলছে। আশপাশের এলাকাকে নিরাপত্তা বলয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
এদিকে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, “আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায় সীমাবদ্ধ। যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে সতর্কতার অংশ হিসেবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।”
আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


