বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে নির্ধারণ করা হলো। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা প্রদানে কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে—
১. বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে।
২. সংশ্লিষ্ট এমপিও নীতিমালা (স্কুল, কলেজ, মাদরাসা, ভোকেশনাল, কৃষি ও মৎস্য ডিপ্লোমা) অনুযায়ী নিয়োগের শর্তাদি পালন করতে হবে।
৩. এই ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে কোন বকেয়া প্রাপ্য হবেন না।
৪. ভাতা প্রদানে সব আর্থিক বিধি-বিধান মেনে চলতে হবে।
৫. ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
উল্লেখ্য, বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গত আগস্টে ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশে তারা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার দাবি জানান। এরপর অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে। সর্বশেষ তারা ১২ অক্টোবর থেকে তিন দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


