অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মানসম্মত পরিসংখ্যানের ভূমিকা অপরিসীম। সঠিক উপাত্ত নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোববার (১৯ অক্টোবর) বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। এ বছর দিবসের প্রতিপাদ্য— ‘Driving Change with Quality Statistics and Data for Everyone’।
ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আধুনিক ও বিশ্বমানের প্রতিষ্ঠানে রূপ দিতে নানা সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও প্রকাশ আরও প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
তিনি বিশ্বাস প্রকাশ করেন, মানসম্মত ও সর্বজনীন উপাত্ত দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক হবে।
সবশেষে তিনি দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।


