বাংলাদেশে মানবাধিকার রক্ষার পাশাপাশি নতুন করে লঙ্ঘন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। রোববার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) তাদের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করেছে।
চিঠিতে স্বাক্ষর করেছে ছয়টি সংস্থা— হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস (দক্ষিণ আফ্রিকা), কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (নিউইয়র্ক), ফোরটিফাই রাইটস (থাইল্যান্ড), রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট।
চিঠিতে সংস্থাগুলো উল্লেখ করেছে, জুলাই বিপ্লব ও শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে মৌলিক স্বাধীনতা পুনর্বহাল, আইন সংস্কার, গুম ও অন্যান্য নিপীড়নের তদন্ত। তবে আগামী ২০২৬ সালের নির্বাচনের আগে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
সংস্থাগুলো বিশেষভাবে জোর দিয়েছেন—
- গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের দায়ীদের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা।
- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করা এবং ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) ক্ষমতা সীমিত করা, যাতে নিরাপত্তা খাত মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়।
- নির্বিচার গ্রেপ্তার ও রাজনৈতিক মামলা বন্ধ করা, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা পুনর্বিবেচনা ও খারিজ করা।
- সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা রক্ষা করা, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে অবাধ সংবাদ প্রচার ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করা।
- নাগরিক সমাজ ও এনজিও-সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, তাদের তহবিল ও কার্যক্রম নির্বিঘ্নে চালানোর সুযোগ সৃষ্টি করা।
- রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ করা এবং তাদের চলাচল, জীবিকা ও শিক্ষার সুযোগ বাড়ানো।
চিঠিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারকে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) সংস্কার, সাইবার নিরাপত্তা আইন ও অন্যান্য নিপীড়নমূলক আইন সংশোধন, এবং আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) এর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংস্থাগুলো মনে করছে, এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে সুষ্ঠু ও অবাধ ভোটের নিশ্চয়তা নিশ্চিত হবে।


