ফ্যাসিবাদকে পরাস্ত করতে ও দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে তৈরি হয়েছে, সেটি ধরে রাখতেই হবে। কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এ জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োজিত করেছে।” তিনি আরও বলেন, গত ১৫ মাস ধরে নানা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে এই জাতীয় ঐক্যের কারণে।
ড. ইউনূস বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে আমাদের সামনে মহা চ্যালেঞ্জ রয়েছে। কোনো একক ব্যক্তি বা দল দিয়ে তা সম্ভব নয়। তাই সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যত প্রতিকূলতাই আসুক না কেন।”
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন ও ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশক। এটি গণতন্ত্রকে সুসংহত করবে এবং জাতীয় নির্বাচনের পথকে সুগম করবে।”
তিনি বলেন, আমরা নিজেরাই সংস্কার প্রক্রিয়ায় ঐক্যমতে পৌঁছেছি। বিদেশিদের মধ্যস্থতা ছাড়াই নিজেদের সংকটের সমাধান করেছি—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।” ড. ইউনূস জানান, বিশ্ববাসীকে সংকট সমাধানে আহ্বান জানানোর বদলে বাংলাদেশ এখন তাদের সামনে নিজস্ব ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।
সবশেষে তিনি বলেন, জুলাই সনদ সারাবিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত। পৃথিবীর ইতিহাসে এমন রাজনৈতিক ঐক্য খুব কম দেশেই দেখা গেছে।”


