সরকারি চাকরিজীবীদের জন্য আবারও আসছে টানা ছুটির সুযোগ। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট তিন দিন টানা ছুটি উপভোগ করতে পারবেন সরকারি ও কিছু বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা।
চলতি বছরের সরকারি ছুটির মধ্যে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) মঙ্গলবার পড়েছে। নভেম্বরে কোনো সরকারি ছুটি না থাকলেও বছরের শেষে এই বড়দিনের টানা ছুটি কিছুটা স্বস্তি এনে দেবে চাকরিজীবীদের জন্য।
এ ছাড়া, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদিত হয়েছে। আগামী বছর মোট ছুটি থাকবে ২৮ দিন, তবে সাপ্তাহিক ছুটির কারণে কার্যকর ছুটি হবে ১৯ দিন।
বছরের শেষের এই টানা ছুটিতে সরকারি চাকরিজীবীরা বিশ্রাম নেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।


