ডেস্ক রিপোর্টঃ
সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের টানা ছয় ঘণ্টার অবরোধের মুখে থাকার পর পুলিশের সহায়তায় দফতর থেকে বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত আটটার দিকে তিনি সচিবালয় ত্যাগ করেন।
এর আগে বিকেল তিনটার দিকে ২০ শতাংশ ভাতা বাস্তবায়নের দাবিতে নন-ক্যাডারদের একটি অংশ সচিবালয়ে অর্থ উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে অবরোধ শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ভবন ত্যাগ করতে পারবেন না—এমন ঘোষণা দিয়ে তারা হ্যান্ডমাইকে স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে কর্মরত প্রায় তিন শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা অর্থ উপদেষ্টার দফতরের সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে তাকে দফতরের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
অবরুদ্ধ অবস্থাতেই অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জরুরি বৈঠকে বসেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে আন্দোলনকারীদের জানানো হয়—তাদের ২০ শতাংশ ভাতা দাবি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, এবং আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।
তবে আন্দোলনকারীরা তাৎক্ষণিক প্রজ্ঞাপনের দাবিতে অনড় থাকেন। তারা জানান, লিখিত নিশ্চয়তা ছাড়া তারা অবরোধ তুলে নেবেন না। ফলে দীর্ঘ সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে সচিবালয়ে।
রাত আটটার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রবেশপথ নিরাপদ করা হয়। পরে পুলিশি পাহারায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দফতর ত্যাগ করতে সক্ষম হন।
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন অব্যাহত থাকবে কি না—তা রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।


