ডেস্ক রিপোর্টঃ
বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ নেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র। তার মৃত্যু উপলক্ষে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এ সময় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে শোক পালন করা হবে।
এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তিনবার প্রধানমন্ত্রী ও দু’বার বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন।
তার দাফন ও জানাজা সংক্রান্ত বিস্তারিত পরে জানানো হবে বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।


