
মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও একই ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন।
রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হওয়া বার্মার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানাচ্ছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দান অব্যাহত রাখার জন্য আমরা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই।”
এ প্রশংসা এমন এক সময় এল, যখন কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের ‘স্টেকহোল্ডার সম্মেলন’ শুরু হয়েছে। সোমবার সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এখানকার প্রস্তাব ও বক্তব্য আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সম্মেলনে উপস্থাপন করবে বাংলাদেশ।
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যে ৭ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। আগে থেকেই সেখানে ছিল আরও প্রায় ৪ লাখ। তবে একাধিকবার প্রত্যাবাসন চেষ্টার পরও তা ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ সরকার সব সময় প্রত্যাবাসনকে অগ্রাধিকার দিয়ে আসছে। তবে আন্তর্জাতিক মহল মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে আসছে ঢাকা।