জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ভোটের তফসিল ভোটগ্রহণের ৬০ দিন আগে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটগ্রহণের তারিখ ঘোষণার অন্তত ৬০ দিন আগে তফসিল প্রকাশ করা হবে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।আখতার আহমেদ বলেন, আগামী মাসের ১৫ তারিখ থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ শুরু হবে এবং তা চলবে অক্টোবর পর্যন্ত। নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের নামও ভোটার তালিকায় যুক্ত করা হবে।সিনিয়র সচিব বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীদের বিধিমালা আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। একই মাসে সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালাও চূড়ান্ত করা হবে।ভোটকেন্দ্র নীতিমালায় প্রতিটি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার রাখার বিধান করা হচ্ছে। এছাড়া প্রবাসীরা সহজ পদ্ধতিতে ভোট দিতে পারবেন বলেও জানান তিনি।আখতার আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে চায় ইসি। এজন্য কমিশন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলে উল্লেখ করেন তিনি।তিনি আরও জানান, ৩১ অক্টোবরের মধ্যে ম্যানুয়াল ভোটার তালিকা দেওয়া হবে। এছাড়া ইসির গুদামে পর্যাপ্ত ব্যালট বক্স মজুদ রয়েছে, নতুন করে কিনতে হবে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp