কর্ণফুলী টানেল দুর্নীতি: ওবায়দুল কাদেরসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামে কর্ণফুলী টানেল প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন—

  • সেতু বিভাগের সাবেক সচিব ও নির্বাহী পরিচালক (অব.) খন্দকার আনোয়ারুল ইসলাম।
  • সাবেক প্রধান প্রকৌশলী (অব.) কবির আহমদ।
  • সাবেক পরিচালক ও যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।

দুদকের অনুসন্ধানে জানা যায়, বিদেশি বিশেষজ্ঞদের সুপারিশ উপেক্ষা করে প্রকল্পে অপ্রয়োজনীয় তিনটি কাজ যুক্ত করা হয়— পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার এবং একটি ট্যাগ বোট। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৫৮৫ কোটি ২৯ লাখ টাকা। এসব কাজ অনুমোদন দেন তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া আসামিরা পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) ২০০৬ এর বিধান লঙ্ঘন করে বিদেশি পরামর্শক নিয়োগ দেন, যাতে আরও ৫৫ লাখ ২১ হাজার টাকার ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল নির্মাণের ঘোষণা দেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় এবং ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করা হয়। তবে বিপুল ব্যয়, রাজস্ব ঘাটতি ও লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার কারণে প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp