মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ ও সুন্নাহর অনুসরণই আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, নবী করিম (সা.) সমগ্র মানবজাতির জন্য ‘রাহমাতুল্লিল আলামিন’। তার শিক্ষা ও চারিত্রিক আদর্শ প্রতিটি যুগে মুক্তির দিশারী হয়ে আছে।

ড. ইউনূস বলেন, মহানবী (সা.) মানুষকে অন্যায়, কুসংস্কার ও অবিচারের অন্ধকার থেকে মুক্ত করে সত্য ও আলোর পথে আহ্বান করেছিলেন। কুরআনে তার জীবনকে ‘উসওয়াতুন হাসানাহ্’—অর্থাৎ সর্বোত্তম আদর্শ—বলে উল্লেখ করা হয়েছে।

এ উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, “পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সকলের মাঝে আনুক শান্তি, সমৃদ্ধি ও ঐক্য। মহানবীর আদর্শ লালনের মাধ্যমেই ইহকাল ও পরকালের মুক্তি অর্জন সম্ভব।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp