
রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে দুই ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়েছেন পরিবহন শ্রমিকরা। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে তারা সড়ক থেকে বাস সরিয়ে নেন বলে জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া।
এর আগে বেলা দেড়টার দিকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক-শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে সড়কের দুইপাশে আড়াআড়ি করে বাস রেখে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে মহাখালী রেলগেইট থেকে নাবিস্কো পর্যন্ত এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
এডিসি জিয়াউর রহমান জানান, শ্রমিক নেতা, মালিক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছালে অবরোধ তুলে নেন শ্রমিকরা এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, শিক্ষার্থীদের দ্বারা একতা পরিবহনের কয়েকটি বাস আটকে দেওয়ার পর শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।