আসন্ন নির্বাচনে ভোটের পরিবেশ অনুকূলে: ইসি আনোয়ারুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্য আসেনি।

রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে আনোয়ারুল ইসলাম জানান, প্রায় সব রিপোর্ট কমিশনের হাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ থাকবে। এক মাসের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে।

সংবিধান ও আইন প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হয়েছে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।

সংসদীয় সীমানা পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান, আইনগতভাবে আর কোনো পরিবর্তনের সুযোগ নেই। কমিশন প্রকাশিত সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আদালত বা অন্য কোথাও প্রশ্ন তোলার সুযোগ নেই। বিক্ষোভ-আন্দোলন করেও কোনো ফল হবে না।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp