প্রবাসীরাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন : ইসি সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন, ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে রেজিস্ট্রেশনের সময়সীমা ও ভোটিংয়ের পদ্ধতি কীভাবে হবে—এসব টেকনিক্যাল বিষয় আমরা শিগগিরই জানাব।”

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং ব্যবস্থা চালু করা হবে। এ ক্ষেত্রে প্রবাসে অবস্থানরত এনআইডি ধারীরা নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে দেশের ভেতরে যারা নির্বাচন কাজে যুক্ত বা আইনি হেফাজতে আছেন তাদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য বিশেষ অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে।

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, নতুন ২২টি দলের নিবন্ধনের জন্য মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। সব তথ্য একটি ব্রডশিটে সাজিয়ে বুধবার কমিশনে উপস্থাপন করা হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

দলীয় প্রতীক প্রসঙ্গে তিনি জানান, প্রতীক সংক্রান্ত বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে রয়েছে। দ্রুত অনুমোদন এলে নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে প্রতীক বরাদ্দও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp