সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতীম দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তাঁরা আশা প্রকাশ করেন, আগামী দিনে এ সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।

এসময় উভয় দেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য ও অভিন্ন জীবনাচরণ দুই জাতির মানুষকে জ্ঞান ও আনন্দের নতুন দিগন্তে পৌঁছে দিতে পারে বলে মতামত ব্যক্ত করা হয়।

সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে সাংস্কৃতিক দল ও টিভি অনুষ্ঠান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সাক্ষাতে সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমানও উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp