আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে নৌ অধিক্ষেত্রের পূজা মণ্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় পূজা কমিটির নেতৃবৃন্দসহ নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।
সভায় প্রতিমা তৈরির স্থান, পূজা চলাকালীন কার্যক্রম এবং বিসর্জনকালে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজা কমিটির নেতারা দুর্গাপূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নৌপথে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নৌ টহল জোরদারের আহ্বান জানান।
অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, “সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে নৌ অধিক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করা হবে। নারী ও শিশুরা যেন নির্বিঘ্নে পূজা মণ্ডপে যাতায়াত করতে পারে, সেদিকে বিশেষ নজর থাকবে।”
তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ সুপাররা সরাসরি উপস্থিত থেকে নিরাপত্তা তদারকি করবেন।


