লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলার চেষ্টার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) ক্যাম্পাসে এক সেমিনার শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং পথ আটকে দেওয়ার চেষ্টা চালায়। তবে মেট্রোপলিটন পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় গাড়িতে মাহফুজ আলম উপস্থিত ছিলেন না।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, উপদেষ্টার কর্মসূচিতে তাকে ‘পূর্ণ নিরাপত্তা’ দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এর আগে নিউইয়র্কে সফরকালে তার ওপর অনুরূপ হামলার ঘটনা ঘটে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এ ধরনের প্রকাশ্য হয়রানি সভ্য মূল্যবোধবিরোধী। দুর্বৃত্তরা বর্বরতা ও উৎপীড়নের জগতে বসবাস করছে।”
সরকারের বিবৃতিতে বলা হয়, সহিংসতা কখনো প্রতিবাদ নয়, ভয়ভীতি প্রদর্শন বাকস্বাধীনতা নয়। শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের ভিত্তি, তবে তা হতে হবে দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ।
এছাড়া কনস্যুলার যানবাহনে হামলাকে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে মেট্রোপলিটন পুলিশকে আহ্বান জানানো হয়। একইসঙ্গে প্রবাসী রাজনৈতিক নেতা ও সংগঠনগুলোকে সহিংসতা বর্জন করে শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ তৈরির আহ্বান জানায় সরকার।


