
আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে একযোগে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের ৪ কোটি ৯০ লাখ শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. আবু জাফর বলেন, “বাজারে টাইফয়েডের কিছু টিকা থাকলেও সরকারের উদ্যোগে যে টিকা দেওয়া হবে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত এবং অনেক উন্নতমানের। প্রথম ধাপে ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ঢাকাসহ জেলা-উপজেলা পর্যায়ের স্কুল ও কলেজে টিকা দেওয়া হবে। পরবর্তী ধাপে ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইউনিয়ন পর্যায়ের সেন্টারগুলো থেকে টিকা দেওয়া হবে।”
তিনি আরও জানান, টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শিশুদের সুরক্ষার জন্য এক ডোজেই যথেষ্ট হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত সেন্টারগুলোতে টিকা দেওয়া হবে।
এরই মধ্যে সারাদেশে স্কুল-কলেজে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। অভিভাবকরা জন্মনিবন্ধনের তথ্য দিয়ে www.vexepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হলে শিশুরা নির্ধারিত সময়ে যেকোনো সেন্টার থেকে টিকা নিতে পারবে।