আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা জাতি হিসেবে ব্যর্থ হতে চাই না। তরুণরা জেগেছে, মানুষ জেগেছে। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। সেটাই নিশ্চিত করতে চাই। তা না হলে এত রক্তপাত ও আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না।”

মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণ প্রজন্মের মূল লক্ষ্য ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া। “আমাদের ছেলেমেয়েরা যে ঘরে জন্মাক না কেন, ছেলে-মেয়ে নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কেউ বন্দি থাকার জন্য জন্মায়নি, কারো ভয়ে পালিয়ে থাকার জন্য জন্মায়নি।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই, যাকে পৃথিবী অনুসরণ করবে। এজন্য ধর্ম-বর্ণ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সব অশুভ ও অন্যায়কে পরাজিত করতে ঐক্যের বিকল্প নেই।”

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ একটি পরিবার—এখানে মতভেদ থাকতে পারে, কিন্তু বিভক্ত হওয়া চলবে না। রাষ্ট্র কোনো নাগরিককে বৈষম্যের শিকার করতে পারে না। “আমি এ দেশের নাগরিক, সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, তা নিশ্চিত করতে হবে।”

ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে ধর্ম পালন করতে চাই। এরকম পরিস্থিতি কোনো দেশের জন্য কাম্য নয়।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp