
আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন, “গত বছরের চেয়েও এবারের পূজা আরও ভালোভাবে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”
মন্দির কমিটির নেতাদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আপনাদের আমি আশ্বস্ত করছি, এবারের পূজা খুবই নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে। ধর্মীয় পবিত্রতা বজায় রেখেই আপনারা রীতিনীতি মেনে পূজা করবেন।”
তিনি জানান, এবারে পূজামণ্ডপে সরকারি অনুদানের পরিমাণ বেড়ে পাঁচ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগে ১৫ বছর ধরে এই অনুদান ছিল দুই কোটি টাকা। গত বছর তা চার কোটি করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজামণ্ডপে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ থাকবে। এ জন্য আনসার, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা একযোগে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, যে কোনো ঘটনার খবর সঙ্গে সঙ্গে জানাতে একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। কোনো ধরনের অসুবিধা হবে না। কোনো হামলার হুমকি নেই। সবাই শান্তিপূর্ণভাবে পূজা উপভোগ করবেন।”