নওগাঁ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন **মনিরা হক**। জেলার ইতিহাসে তিনি হবেন দ্বিতীয় নারী জেলা প্রশাসক। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন।
মনিরা হক বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) পদে কর্মরত ছিলেন। তাঁকে নওগাঁয় ডিসি হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
এর আগে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
মনিরা হক নওগাঁয় দায়িত্ব নিলে তিনি হবেন জেলার ইতিহাসে দ্বিতীয় নারী ডিসি। এর আগে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এ জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সিলেটের বিভাগীয় কমিশনার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।
প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, মনিরা হকের যোগদানের মাধ্যমে নওগাঁ জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে এবং নারী নেতৃত্বের দৃষ্টান্ত আরও সমৃদ্ধ হবে।


