জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েছি। সব ধর্ম-বর্ণ ও মতের মানুষের ঐক্যের ভিত্তিতে সামনের দিনে এগোতে চাই। এ লক্ষ্যে এনসিপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া শোনা হলেও সব পূরণ হয়নি। তাই নির্বাচনী ইশতেহারে সমান মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করবে।


