শাহজাদপুর থেকে নাজমুল হক:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা এখনও কাঁচা ও অনিরাপদ। হাঁটপাচিল থেকে শুরু হওয়া এই রাস্তায় সামান্য বৃষ্টি হলেই চরম কাদা ও করদোময় পরিস্থিতি সৃষ্টি হয়, যা এলাকার মানুষের চলাচলকে কঠিন করছে।
স্থানীয়রা জানান, রাস্তাটি পাকা হলে দূরপাল্লার বাস ও যানবাহন চলাচল সম্ভব হবে। ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং স্থানীয় ২০ গ্রামের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। এ গ্রামের মধ্যে রয়েছে—কৈজুরী গুপিয়াখালি, লহিনদাকানধি, গুধিবাড়ী, ভাটপাড়া, জগতলা, বারোপাখিয়া, খারুয়া, মৌকুড়ি, হাতকোড়া, কাশিপুর, গালা, বাশুড়িয়া, বায়ড়া, ভেড়াকোলা, বরনিয়া, মাজজান, গোপীনাথপুর, গোবিন্দপুর ও পেঁচাকোলা।
গ্রামগুলোর অনেক মানুষ রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন কল-কারখানায় কাজ করেন। বর্তমানে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাতায়াতের কারণে তাদের সময় নষ্ট হচ্ছে।
জগতলা গ্রামের সমাজসেবক হাজী মনোয়ারুল হক বলেন, “রাস্তাটি পাকা হলে স্থানীয় মানুষের যোগাযোগ ও যাতায়াত অনেক সহজ হবে। সময় বাঁচবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। তাই ২০ গ্রামের বাসিন্দারা এককভাবে না হলেও সম্মিলিতভাবে দাবি করছেন, এই রাস্তাটি দ্রুত পাকা করা হোক।”


