শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে নাজমুল হক:
শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জামিরতা উচ্চ বিদ্যালয়। অজপাড়া গ্রামের এ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকার আলোকবর্তিকা বা বাতিঘর হিসেবে পরিচিত। তবে এর পেছনের ইতিহাস অনেকের অজানাই রয়ে গেছে।
গল্পটি শুরু ইংরেজ আমলে। তখন চারদিকে জমিদারদের প্রভাব ও প্রভুত্বের সময়। উপজেলার পোরজনার জমিদার ছিলেন রামগোপাল। তাঁর পুত্র রত্নগোপাল, আর রত্নগোপালের দুই পুত্র—জগবন্ধু গোপাল ও দীনবন্ধু গোপাল—জমিদারি দেখভালের জন্য বসবাস শুরু করেন জামিরতা গ্রামে। তাঁদের দেওয়া জমিতেই প্রতিষ্ঠিত হয় জামিরতা উচ্চ বিদ্যালয় ও জামিরতা প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার সাল ১৯০০।
তখন আশপাশের বিশাল এলাকায়, দশাইল পর্যন্ত, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। ফলে জামিরতা বিদ্যালয়ই হয়ে ওঠে শিক্ষার একমাত্র আশ্রয়স্থল।
বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু কালি কমল স্যানাল, যিনি ১৯২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর বাবু নলিনীকান্ত গোস্বামী ১৯৩৬ সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। পণ্ডিত বিদু শীল ও রাখাল বাবুর মতো বহু জ্ঞানী শিক্ষকও এ বিদ্যালয়ে পাঠদান করেছেন।
১৯৫৬ সালে শেখ নজির হোসেন প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, যিনি ২০১৩ সাল থেকে দায়িত্বে আছেন।
বর্তমানে প্রায় দুই হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এ বিদ্যালয়ে। শিক্ষার মান ও সাফল্যের দিক থেকে জামিরতা উচ্চ বিদ্যালয় এখন শাহজাদপুর উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার সাবেক শিক্ষার্থীদের অনেকেই আজ ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয় প্রতিষ্ঠার ১২৫ বছর পূর্তি উপলক্ষে আসছে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ জয়ন্তী উৎসব। এ উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা ইতোমধ্যে আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন।


