- রম্য লেখক, আমিনুল হকঃ
মানুষের জীবন পরিবর্তনের কারিগর বলা হয় তাঁকে । এক সাধারণ কৃষক পরিবারে জন্ম তাঁর । নাম ডেল কার্নেগি।আত্মউন্নয়ন ও যোগাযোগ দক্ষতার বিশ্বগুরু হয়ে ওঠার তাঁর গল্পটি যেন, এক অনুপ্রেরনার উপন্যাস।
ডেল কার্নেগির জন্ম ২৪ নভেম্বর, ১৮৮৮ সাল, মার্কিন মুল্লুকের মেরীভিলে মিজুরিতে। পিতা কৃষক জেমস উইলিয়ামস কার্নেগি, মাতা আমান্দা এলিজাবেথ।
ছোট বেলা থেকেই ডেল কার্নেগি ছিলেন তুখোড় বুদ্ধির অধিকারী; কিন্তু আত্মবিশ্বাসের ঘাটতি তাঁকে কাঁদাতো। কলেজ জীবনেই তিনি টের পান-মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলা ও সম্পর্ক গভীরে নিয়ে যাওয়ার দক্ষতাই সফলতার আসল চাবিকাঠি বা মূলমন্ত্র। সেখান থেকেই শুরু তাঁর অনবদ্য যাত্রা। পিছনে তাকাতে হয়নি আর তাঁকে।
১৯১২ সালে নিউ ইয়র্কে তিনি প্রতিষ্ঠত করেন নিজের বক্তৃতা প্রশিক্ষণ কোর্স “ডেল কার্নেগি ট্রেনিং।”
তাঁর লেখা বিখ্যাত বই “How to win friends and influence people.” ১৯৩৬ সালে প্রকাশিত হয় বইটি– যা মুহূর্তেই বিশ্বজুড়ে “বেস্টসেলার”হয়ে ওঠে। এই বইতে তিনি শেখান- কীভাবে আন্তরিকতা, শ্রদ্ধা ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে অন্যের মনকে জয় করতে হয়।
তাঁর আরও একটি বই “How to stop worrying and start living.” এই বইতে তিনি শিখিয়েছেন- “জীবনের ভার কমিয়ে সুখে বাঁচার উপায়।”
তাঁর লেখা “আত্মউন্নয়ন বইগুলোতে” বিভিন্ন নীতি কথার উললেখ পাওয়া যায় । আধুনিক দুনিয়ায় ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে সবখানেই তাঁর এই নীতি কথাগুলো কার্যকর। তাঁর নীতি কথাগুলোর মধ্যে উল্খেযোগ্য হল–“যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তাঁর কাছেই ধরা দেয়, কারন যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ ততো কম,” “মন্দ সহচর্যের চেয়ে, নি:সঙ্গতা অনেক ভাল,” “যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তিনিই সফলতা লাভ করেছেন।”
ডেল কার্নেগি প্রমান করেছেন, সফলতা শুধু জ্ঞান বা অর্থে নয়, মানুষের মন বুঝতে পারার ক্ষমতাই সাফল্যের আসল রহস্য। ডেল শেখান, “আপনি যদি অন্যের প্রতি আন্তরিক আগ্রহ দেখান, পৃথিবী আপনার প্রতি দ্বিগুণ আন্তরিক হবে।” তাঁর এই দর্শন আজও বিশ্বের কোটি মানুষের জীবনে আলো জ্বেলে যাচ্ছে ।
আজ ১ লা নভেম্বর। ডেল কার্নেগির মৃত্যু দিবস। ১৯৫৫ সালের আজকের এই দিনে, তিনি দুনিয়া ছেড়ে চলে যান না ফেরার দেশে। দৈনিক বরেন্দ্রকন্ঠ’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি গুনী এই মানুষটির প্রতি।


