বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের বিশুদ্ধতা রক্ষা, জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই ধারাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে প্রথমবারের মতো যাত্রা শুরু করে ‘ম্যাজিক বাউলিয়ানা’। এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো পঞ্চম আসর ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’।
২০২৫ সালের আগস্টে শুরু হওয়া এই আসরের অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশনে অংশ নেন প্রায় ৪০ হাজার প্রতিযোগী। বিভিন্ন ধাপের বাছাই শেষে সেরা পাঁচজন গ্র্যান্ড ফিনালে পর্বে জায়গা করে নেন। চূড়ান্ত প্রতিযোগিতায় গাজীপুরের সোহাগ নূরী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রথম রানারআপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন নওগাঁর এনামুল হক মধু।
সেরা পাঁচের অপর দুই প্রতিযোগী চুয়াডাঙ্গার রজনী খাতুন ও গোপালগঞ্জের আঁখি আক্তার ঝর্ণা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন।
চ্যাম্পিয়ন সোহাগ নূরী পেয়েছেন ৫ লাখ টাকার চেক। প্রথম রানারআপ পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ এনামুল হক মধু পেয়েছেন ২ লাখ টাকার চেক। এছাড়া বাকি দুই ফাইনালিস্ট প্রত্যেকে বিশেষ উৎসাহ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকার চেক।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিচারক বাউল শফি মন্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ এবং মিডিয়াকম লিমিটেডের সিইও ও মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক অজয় কুমার কুণ্ডু।
অনুষ্ঠানের শুরুতেই সেরা ১০ প্রতিযোগীর কণ্ঠে থিম সং পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরে একে একে মঞ্চ মাতান সেরা পাঁচ প্রতিযোগী।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল লালনকন্যা ফরিদা পারভীনের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। পাশাপাশি বিচারক তিনজনের পরিবেশনায় ‘তিন পাগলের মেলা’ দর্শকদের মধ্যে আলাদা মাত্রা যোগ করে। এছাড়া আগের আসরের চ্যাম্পিয়ন ও জনপ্রিয় শিল্পীদের যৌথ পরিবেশনা অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মো. সাঈদ বলেন,
“লোকগান একটি দেশের সংস্কৃতির প্রাণ। শত বছর আগের গান আজও প্রাসঙ্গিক—এটাই আমাদের লোকসংগীতের শক্তি। এই ঐতিহ্য সংরক্ষণ ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে যারা কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।”
এই আয়োজনের ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার ছিল মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ এবং সম্প্রচার সহযোগী ছিল মাছরাঙা টেলিভিশন। ম্যাজিক বাউলিয়ানার প্রচারিত সব পর্ব ইউটিউবে নিজস্ব চ্যানেলে সংরক্ষিত রয়েছে।


