রম্য লেখক, আমিনুল হকঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জগতলা গ্রামের তিন বাউল শিল্পী—সাজু, আফসার ও আলম সরকার। বাউলগান, বিচ্ছেদগান, দেহতরী, জারি, সারি ও মুর্শিদি গান পরিবেশন করে তাঁরা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। তাঁদের গানের খ্যাতি ছড়িয়ে পড়েছে পাশ্ববর্তী বিশ গ্রামের মানুষজনের কাছে।
শাহজাদপুরের গ্রাম, হাট-বাজার কিংবা আনন্দ-বিনোদনের যে কোনো অনুষ্ঠানে তাঁদের ডাক পড়ে নিয়মিত। গানের সুরে তাঁরা মানুষের অন্তরে প্রেম-ভালোবাসা, ভক্তি-শ্রদ্ধার বার্তা জাগিয়ে তোলেন। পাশাপাশি সমাজকে হিংসা, বিদ্বেষ, হানাহানি ও মাদক থেকে মুক্ত করার আহ্বান জানান।
তবে অভাব-অনটনের কারণে দেশজুড়ে তাঁদের প্রতিভা ছড়িয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন না। স্থানীয় পল্লী পশু চিকিৎসক জুয়েল সরদার বলেন, “একটু পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পীরা দেশসেরা হয়ে উঠতে পারতেন।”
উল্লেখ্য, যে জগতলা গ্রাম তাঁদের জন্মভিটা—সে গ্রামটি যমুনা নদীতে বিলীন হয়ে গেছে প্রায় এক দশক আগে।


