ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁ শহরের এ-টিম মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নওগাঁ সদরসহ জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হচ্ছে। নেতাদের আশা, সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।
তারেক রহমানের নওগাঁয় আগমণ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের নেতৃত্বে আজ রোববার সমাবেশের জন্য মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। পরে বিএনপির এ প্রতিনিধি দল নওগাঁ শহরের এটিম মাঠ সমাবেশের জন্য নির্ধারণ করেন। আজ বিকেলে শহরের একটি হোটেল মিলনায়তনে সমাবেশের বিষয়ে সংবাদ সম্মেলন করের সৈয়দ শাহীদ শওকত।

সংবাদ সম্মেলনে সৈয়দ শাহিন শওকত বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ২৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলা সফর করবেন। এই সফরে তারেক রহমান নওগাঁর ঐতিহ্যবাহী এ-টিম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন। তাঁর আগমণ উপলক্ষে নিরাপত্তাসহ আনুষঙ্গিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এই এলাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। আশা করছি সমাবেশটি সফলভাবে সম্পন্ন হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু ও শফিউল আজম রানা, নওগাঁ-৫ আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান নওগাঁ-২ আসনের প্রার্থী শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের প্রার্থী ডা. ইকরামুর বারী টিপু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন, ‘নওগাঁয় এর আগে অনেক সমাবেশ হয়েছে, কিন্তু এবারের সমাগম হবে ব্যতিক্রম। দীর্ঘদিন পর তারেক রহমান নিজে নওগাঁয় এসে কথা বলবেন, এটি মানুষ ভিন্নভাবে গ্রহণ করছে। এটি কোনো একক দলের কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত আয়োজন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নওগাঁয় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপির নেতা-কর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন। আমরা আশা করছি, এই সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে।’
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম বলেন, তারেক রহমানের এই সফর কোনো নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দীর্ঘদিন পর তারেক রহমান নওগাঁয় আসছেন, এই বিষয়টি সাধারণ মানুষের মাঝেও আলাদা আবেগ ও আগ্রহের জন্ম দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৬ সালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ সফরে আসেন। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে দলের প্রধান হিসেবে এবারই প্রথম নওগাঁতে আসছেন তিনি। সে হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় বড় কোনো সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০০৮ সালে নওগাঁর পত্নীতলা ও নিয়ামতপুরে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর ১৮ বছর পর দলের প্রধান হিসেবে নির্বাচনী সমাবেশে তাঁর সন্তান তারেক রহমান বক্তব্য দেওয়ার কথা রয়েছে।


