
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের আশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন সম্ভব। “আজ মানুষ পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এই ত্যাগ ধারণ করেই সামনে এগোতে হবে।
“আমরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না,” উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্রকে এমন জায়গায় নিতে চাই, যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয়, বরং সার্বিক জনগণের কল্যাণ নিশ্চিত হবে।”