
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের কিছুটা হুঁশ ফিরেছে। তবে তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকাল ৭টা ৫ মিনিটে নুরের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, “নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখনো তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন।” এর সঙ্গে হাসপাতালের বেডে শুয়ে থাকা নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, তার নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক লাগানো।
এর আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় গুরুতর আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দলের নেতাকর্মীরা।