বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দল দেশ সেবার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করে একটি সুখী-সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে স্বাধীনতা চত্বরে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন আনা হবে। শিক্ষার্থীরা পাশ করেই চাকরি পাবে। যাদের চাকরি দেওয়া সম্ভব হবে না, তাদের বেকার ভাতা দেওয়া হবে। কারিগরি শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হবে।”
তিনি জানান, ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতার মূল কারণ বিল ডাকাতিয়া। এ নিয়ে মহাপরিকল্পনা করা হবে এবং ডুমুরিয়াকে ব্যবসায়িক হাবে রূপান্তর করা হবে।
জামায়াতের এই নেতা বলেন, যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণরাই যোগ্য নেতৃত্ব বেছে নিয়ে আগামী নির্বাচনে ভোট বিপ্লব ঘটাবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইন এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ ছাড়া স্থানীয় জামায়াত, ছাত্রশিবির, যুববিভাগ ও হিন্দু কমিটির নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।


