ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং চায়না। রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। জয় ছাড়া এশিয়ান কাপের রেসে টিকে থাকা কঠিন হয়ে পড়বে জামাল ভূঁইয়াদের দলের জন্য।
বাংলাদেশ দলের প্রধান আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরী। তার সঙ্গে থাকছেন শমিত সোম, ফাহামেদুল ইসলামসহ অন্য মূল খেলোয়াড়রা। ফলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টের আশা করছেন দেশীয় ফুটবলপ্রেমীরা।
বর্তমানে ‘সি’ গ্রুপে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ৪ করে, আর বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। যদি বাংলাদেশ জয় পায়, তারা উঠে আসবে দ্বিতীয় স্থানে; ড্র হলে হংকং শীর্ষে উঠবে, আর হারলে বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে।
তবে প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। হংকং সম্প্রতি চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলেছে। বিশেষ করে জাপানের বিপক্ষে ৬–১ গোলে হেরে তারা নিজেদের দুর্বলতা যেমন দেখিয়েছে, তেমনি আক্রমণাত্মক খেলায় সক্ষমতাও প্রমাণ করেছে।
বাংলাদেশও এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছে। জাতীয় দলের তারকা হামজা চৌধুরী বলেন, “সাফল্য একার নয়, এটি দলীয় প্রচেষ্টার ফল। আমাদের পরিকল্পনা ঠিক আছে।”
বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকছেন গোলরক্ষক মিতুল মারমা, রক্ষণে সাদউদ্দিন, তারেক কাজী, শাকিল আহাদ তপু ও তপু বর্মন, মাঝমাঠে হামজা চৌধুরী ও শমিত সোম, আর ফরোয়ার্ড লাইনে রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম ও ফয়সাল আহমেদ ফাহিম।
কোচ হাভিয়ের কাবরেরা সম্ভবত ৪-৩-৩ ফরমেশনে দল সাজাবেন। প্রশিক্ষণ ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় জয় পেলে এশিয়ান কাপের রেসে নতুন আশা জাগবে লাল-সবুজের শিবিরে।


