এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে হংকং চায়নার কাছে ৪-৩ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নিয়েই এবার মাঠে নামছে জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীর নেতৃত্বাধীন লাল–সবুজের দল।
বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে দলের মূল লক্ষ্য প্রতিশোধ নয়, বরং তিন পয়েন্ট অর্জন করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন খেলোয়াড়রা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “আগের ম্যাচে আমরা দুর্ভাগ্যজনকভাবে হেরেছিলাম। এবার আমাদের লক্ষ্য একটাই—তিন পয়েন্ট অর্জন করা। দল হিসেবে সবাই সেই প্রস্তুতি নিয়েই মাঠে নামবে।”
একই সুরে কথা বলেন মিডফিল্ডার হামজা চৌধুরীও। তিনি বলেন, “আমরা জানি, স্টেডিয়ামে হংকং সমর্থকদের আধিপত্য থাকবে। তবে আমরা এর আগেও এমন পরিবেশে খেলেছি। মাঠে নামার পর এসব ভাবলে খেলার ছন্দ নষ্ট হয়। আমাদের চোখ থাকবে শুধু জয়ের দিকে।”
তবে আগের ম্যাচে রক্ষণভাগের দুর্বলতা ও গোলরক্ষক মিতুল মারমার পারফরম্যান্স নিয়ে সমালোচনা থামেনি। অনেকেই গোল হজমের দায় তার কাঁধে চাপালেও কোচ হাভিয়ের কাবরেরা তাতে দ্বিমত পোষণ করেছেন।
কাবরেরা বলেন, “মিতুলকে নিয়ে সমালোচনা হলেও আমি তাকে নিয়ে সন্তুষ্ট। আমাদের খেলার পরিকল্পনায় বিল্ডআপে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে এখনও দলে সেরাদের একজন।”
বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচ জিততে পারলে পরবর্তী ধাপের পথে বাংলাদেশ আত্মবিশ্বাস ফিরে পাবে। অন্যথায়, হংকংয়ের বিপক্ষে টানা পরাজয় তাদের মানসিকভাবে পিছিয়ে দিতে পারে।


