লা লিগায় আবারও শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। হেতাফের মাঠে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য দেখায় রিয়াল। প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও হেতাফের গোলরক্ষকের দৃঢ়তায় গোলশূন্য থাকে খেলা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিউস জুনিয়রকে কনুইয়ে আঘাত করায় হেতাফের অ্যালেন নিয়ম লাল কার্ড দেখেন। খেলোয়াড় কমে যাওয়ার পরপরই বদলি গিলারের পাস থেকে ৪৯তম মিনিটে জালের দেখা পান ফরাসি তারকা এমবাপ্পে।
শেষ মুহূর্তে হেতাফের অ্যালেক্স সানক্রিস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে নয়জন নিয়ে খেলা শেষ করে স্বাগতিকরা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফেরে রিয়াল মাদ্রিদ।


