এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে আগামী ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। একই দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তান খেলবে মিয়ানমারের বিপক্ষে। তবে এর আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচে নামবে জামাল ভূঁইয়ারা।
বাফুফে সূত্রে জানা গেছে, প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এতে খেলবেন বাংলাদেশ দলের ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরীসহ জাতীয় দলের মূল সদস্যরা।
তবে ম্যাচটি নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে ভেন্যু নিয়ে। কারণ, একই সময়ে (৮-১৪ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে ৩০টিরও বেশি দেশ অংশ নেবে।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস বলেন,
“ম্যাচের এখনো সময় আছে। আমরা আর্চারি ফেডারেশনের সঙ্গে বসে একটি সুন্দর সমাধানের পথ বের করব।”
অন্যদিকে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন,
“আমরা জাতীয় স্টেডিয়ামেই আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেদিন যদি ফুটবলের ম্যাচ থাকে, বিকেলের মধ্যেই আমরা খেলা শেষ করে দিতে পারব। তাহলে বাফুফে রাতে ম্যাচ আয়োজন করতে পারবে।”
সবকিছু ঠিক থাকলে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই ভারত ম্যাচের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।


