দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। গত সেপ্টেম্বরে ডান উরুর ইনজুরিতে পড়েছিলেন তিনি, যার ফলে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডেও জায়গা হয়নি তার।
প্রায় দেড় মাস মাঠের বাইরে থাকার পর, অবশেষে সান্তোসের হয়ে নেইমারের প্রত্যাবর্তনের দিন ঘনিয়ে এসেছে।
সান্তোসের স্কোয়াডে নেইমার শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে ফোর্তালেজার মুখোমুখি হবে সান্তোস। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জুয়ান পাবলো ভোজভোদা, যেখানে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র।
তবে ধারণা করা হচ্ছে, শুরু একাদশে নয়, বরং ম্যাচের শেষদিকে বদলি খেলোয়াড় হিসেবে দেখা যেতে পারে তাকে।
বড় ম্যাচগুলোয় একাদশে ফেরার সম্ভাবনা সান্তোস ও নেইমারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী ৬ নভেম্বর পালমেরাস এবং ৯ নভেম্বর ফ্লামিঙ্গোর বিপক্ষে ম্যাচে তাকে শুরু একাদশে দেখা যেতে পারে।
বর্তমানে ৩২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে রয়েছে সান্তোস। অপরদিকে ১৮তম স্থানে থাকা ফোর্তালেজার পয়েন্ট ২৭। ফলে অবনমন এড়াতে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংক্ষিপ্ত তথ্য
ম্যাচ: সান্তোস বনাম ফোর্তালেজা তারিখ: ১ নভেম্বর (শনিবার) সময়: বাংলাদেশ সময় রাত ১টা স্থান: ভিলা বেলমিরো স্টেডিয়াম
এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে Fanatiz International ও Bet365। এ ছাড়াও hd stream অ্যাপ ব্যবহার করেও বিনামূল্যে খেলা দেখা যাবে।


