ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। রোববার (১৬ নভেম্বর) সান সিরোতে বাছাইপর্বের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে বড় জয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচের ১১তম মিনিটে পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। ডি মার্কোর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন তরুণ এই ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। ৬৩তম মিনিটে নুসার গোলে সমতা ফেরায় নরওয়ে। এরপর মাত্র এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন আর্লিং হলান্ড। একই বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডও স্পর্শ করেন তিনি। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে লারসেনের গোল নরওয়ের বড় জয়ে শেষ সিল মেরে দেয়।
৪-১ গোলের জয়ে ‘আই’ গ্রুপে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করেছে নরওয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়া ইতালিকে বিশ্বকাপে উঠতে এখন খেলতে হবে প্লে-অফ।


