বরেন্দ্রকণ্ঠ ডিজিটাল ডেস্কঃ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনীহা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ২১ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ডসভা শেষে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। এ বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে তাদের স্থানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
দল হিসেবে বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও দেশটির প্রতিনিধিত্ব করবেন দুই অভিজ্ঞ আম্পায়ার—গাজী সোহেল এবং শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যেখানে জায়গা পেয়েছেন এই দুই বাংলাদেশি।
ঘোষিত আম্পায়ার প্যানেলে আরও রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কখ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আলাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরো, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্রা বিমালাসিরি ও আসিফ ইয়াকুব।
এদিকে পুরো আসরে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ছয়জন কর্মকর্তা। তারা হলেন—ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং ভারতের জাভাগাল শ্রীনাথ।
বাংলাদেশ দল বিশ্বকাপে না থাকলেও দুই আম্পায়ারের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে দেশের উপস্থিতি বজায় রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


