
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে টানাপোড়েন আবারও দেখা গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) গ্রুপপর্বের ম্যাচে বড় জয় তুলে নিয়েও ভারতীয় দলের আচরণ নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে আসলেও ভারতীয়রা কোনো সাড়া দেননি। সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ হয়ে যায়। এতে পাকিস্তানি দল হ্যান্ডশেকের সুযোগ না পেয়ে অপেক্ষায় থাকতে বাধ্য হয়। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে টসের সময়ও দুই দলের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা সতীর্থদের নিয়ে ভারতীয়দের দিকে এগলেও কোনো সাড়া পাননি।
ভারতের এই অবস্থানকে কেবল খেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। সম্প্রতি পেহেলগামের হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর দুই দেশের সম্পর্কের উত্তেজনা তীব্র। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন,
“আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি। জয় আমরা উৎসর্গ করছি আমাদের সেনাদের এবং পেহেলগামের শহীদদের পরিবারের প্রতি।”
খেলার সংক্ষিপ্ত বিবরণ
পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ভারতের স্পিনাররা তাদের ব্যাটিং ভেঙে দেন—কুলদীপ যাদব ৩ উইকেট, অক্ষর প্যাটেল ২ উইকেট, বরুণ চক্রবর্তী ১ উইকেট নেন।
জবাবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ঝোড়ো ৩১ রান করেন। অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত ৪৭ রানে ম্যাচ শেষ করেন। ভারত ২৫ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে এবং টানা দ্বিতীয় জয়ে প্রায় নিশ্চিতভাবেই সুপার ফোরে পৌঁছে গেছে।