এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি চলছে নানা বিতর্ক। গ্রুপ পর্বে টসের সময় পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতের সূর্যকুমার যাদব। এমনকি ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা হাত বাড়ালেও ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে।
ধারণা করা হচ্ছিল, সুপার ফোরে অন্তত আনুষ্ঠানিকতা রক্ষা করতে দুই দলের অধিনায়কের মধ্যে করমর্দন হবে। কিন্তু রোববার (২১ সেপ্টেম্বর) সুপার ফোরের টসেও একই দৃশ্য দেখা যায়। টস জিতে ফিল্ডিং নেওয়ার ঘোষণা দিয়ে সঙ্গে সঙ্গেই ড্রেসিংরুমে চলে যান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার। পাশে দাঁড়িয়ে থাকা পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলানো হয়নি তার।
ঘটনার সময় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী সালমানকে প্রশ্ন করলে তিনি উত্তর দেন, তবে করমর্দন নিয়ে কোনো মন্তব্য করেননি।
এরই মধ্যে জানা গেছে, এই হাত না মেলানোর ঘটনা আইসিসির নির্দেশনার অংশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মোহসিন নাকভি আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে বৈঠক করার পর পাকিস্তানি ক্রিকেটারদের এমন পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
ফলে, মাঠের ক্রিকেটের বাইরেও ভারত–পাকিস্তান ম্যাচে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে দুই অধিনায়কের এই দূরত্ব।


