বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। কলম্বোয় বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কার্যত দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন স্বর্ণা আক্তার। তিনি মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট নেন। শুরুতেই আগুন ঝরানো বোলিংয়ে পাকিস্তানকে চাপে ফেলেন পেসার মারুফা আক্তার। প্রথম ওভারেই টানা দুই বলে দুই ব্যাটারকে বোল্ড করে দেন তিনি। সুইংয়ের সামনে অসহায়ভাবে শূন্য রানে ফেরেন ওমাইমা সোহেল ও সিদরা আমিন।
মুনিবা আলী (১৭) ও রামিন শামীম (২৩) কিছুটা প্রতিরোধ গড়লেও নাহিদা আক্তারের ঘূর্ণিতে ভেঙে যায় সেই আশা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।
শেষদিকে ডায়ানা বাইগের অপরাজিত ১৬ রানে দলীয় সংগ্রহ কিছুটা এগোয় বটে, তবে তা ম্যাচের নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলতে পারেনি।
বাংলাদেশের হয়ে এদিন ছয়জন বোলারই উইকেট পেয়েছেন—স্বর্ণা আক্তার (৩), নাহিদা আক্তার (২), মারুফা আক্তার (২), ফাহিমা খাতুন (১), রাবেয়া খান (১) ও নিশিতা আক্তার নিশি (১)।
১২৯ রানের সহজ লক্ষ্য এখন নিগার সুলতানা জ্যোতিদের সামনে। ওভারপ্রতি প্রয়োজন মাত্র ২.৬ রান। ব্যাটাররা বড় কোনো ভুল না করলে জয়ের মধ্য দিয়েই ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী দল।


