
দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের (ফাইভজি) সেবা চালু করেছে মোবাইল অপারেটর রবি। তবে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু নির্দিষ্ট এলাকায় এ সেবা পাওয়া যাবে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীতে রবির করপোরেট অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান।
তিনি বলেন, “দেশে প্রথম বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে রবি। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্দিষ্ট কিছু এলাকায় গ্রাহকরা এ সেবা ব্যবহার করতে পারবেন।”
তিনি আরও জানান, গ্রাহকরা ফোরজির মূল্যেই ফাইভজি ডাটা প্যাক ব্যবহার করতে পারবেন। তবে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না; মানসম্মত ফাইভজি সেবা নিশ্চিত করাও জরুরি।