বিশেষ প্রতিনিধি, রংপুরঃ
নিজ দলের সরকার থাকলেও চোখে চোখ রেখে সত্য বলা ও লেখার সাহস অর্জন করতে পারলেই সাংবাদিকদের দুর্ভোগ ও হতাশার মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১১:০০থেকে বিকাল৪:০০ ঘটিকা পর্যন্ত রংপুর টাউন হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবদুল্লাহ বলেন, দলীয় লেজুড়বৃত্তির বাইরে এসে পেশাদারিত্ব বজায় রাখলে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব। নিজের রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে, তবে পেশার জায়গায় তা যেন প্রভাব না ফেলে—এটাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত বলে তিনি মত দেন।
তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের বেশ কয়েকটি সুপারিশ নতুন করে খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সাংবাদিক সুরক্ষা আইনেও বাদ পড়া কিছু ধারা পুনঃসংযোজন হচ্ছে। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে ৩ শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে ট্রাস্ট ও আরপিইউজের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তব্যশেষে রংপুর জেলার ১৯ জন সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ করেন মুহাম্মদ আবদুল্লাহ।


