
নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সভাপতি সুমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে নিজ বাড়ি সেনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সুমন হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ সহিংসতা সৃষ্টির চেষ্টা করছিল—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওসি আরও বলেন, সুমন হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।