নওগাঁ (মান্দা) সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মান্দা উপজেলার ৩নং পরানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বানিসর ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪(মান্দা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপি’র সরকার গঠন করে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
অনুষ্ঠানে পরানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাফফর রহমান (সিও) সঞ্চালনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের মধ্যে নবউদ্যম ও উৎসাহ দেখা যায়।


